চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন রঙ্গম কনভেনশন হল বিল্ডিংয়ে কাজ করার সময় ভবন থেকে পড়ে দুই জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকরা হলেন, মো হাসান, ফখরুল ইসলাম । এই ঘটনায় রাশেদ নামের আরও এক শ্রমিক গুরতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নিহতদের মধ্যে মো হাসানের বাড়ি নোয়াখালীর চরজব্বর, ফখরুল ইসলামের বাড়ি নোয়াখালীর সুর্বণচর এবং আহত রাশেদের বাড়ি নোয়াখালীর চরজব্বর এলাকায়। এই ঘটনায় নিহত শ্রমিকদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।