সম্প্রতি চাটগাঁ ভাষা পরিষদকে ১০টি পুথিঁর বই উপহার দিলেন চট্টগ্রামের স্বনামধন্য এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি এ কে শামসুদ্দিন খান। জনাব শামসুদ্দিন খানের চট্টগ্রাম নগরীর বাটালী হিলস্থ বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুথির বইগুলো গ্রহণ করেন চাটগাঁ ভাষা পরিষদের সাধারন সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী ও পরিষদের পুথি উপ কমিটির সদস্য সচিব জাহের মোঃ আলাউদ্দীন খান । চাটগাঁ ভাষা পরিষদের অন্যতম উপদেষ্টা জনাব খান এসময় চাটগাঁ ভাষা পরিষদের সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বলেন, পুঁথি সাহিত্য চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের অংশ। আজ এই পুঁথি পাঠ ও লেখনী বিলুপ্তির পথে। এই সাহিত্যকে রক্ষায় ও প্রচলনে আমাদের ভুমিকা রাখতে হবে। তিনি অদুর ভবিষ্যতে চট্রগ্রামের অধিবসীদের জন্য একটি জাকজমকপূর্ন পুঁথি পাঠের আসর অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতার আশ্বাস প্রদান করেন।
