নাফ নদে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

ক্সবাজারের টেকনাফের নাফ নদে জেলের বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের কোরাল মাছ। গতকাল বুধবার সকালে উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোহাম্মদ মোদাচ্ছের নামের স্থানীয় এক জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে সেটি তিনি স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ ফারুকের কাছে এক হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি করেন।

মৎস্যশিকারী মোদাচ্ছির বলেন, বুধবার ফজরের নামাজ শেষে বড়শি নিয়ে নাফ নদের শাহপরীর দ্বীপ জেটিতে গিয়ে বড়শি ফেলি। সকাল ১০টার দিকে বড়শিতে বড় কোরাল মাছটি আটকা পড়ে। পরে মাছটি তুলে মেপে ২৫ কেজি ওজন পাওয়া গেছে। প্রতি কেজি এক হাজার ৩০০ টাকা ধরে সাবরাংয়ের এক মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করি। তিনি আরো বলেন, তিন বছর ধরে জেটিতে বড়শি নিয়ে মাছ ধরি। অনেক সময় ছোট–বড় মাছ ধরা পড়ে। এসব মাছ বিক্রি করে সংসারের খরচ চলে, পরিবারে মাছের চাহিদাও মেটে। আমার মত আরো অন্তত ২০ জন প্রতিদিন জেটিতে বড়শি নিয়ে মাছ ধরেন। খবর বিডিনিউজের।

মাছটির ক্রেতা মোহাম্মদ ফারুক বলেন, বড়শিতে আটকা পড়া ২৫ কেজি ওজনের কোরাল মাছটি ৩২ হাজার ৫০০ টাকা দিয়ে কিনেছি। টেকনাফের স্থানীয় মানুষের কাছে কোরাল মাছের বেশ কদর রয়েছে। আশা করি, লাভে বিক্রি করতে পারব।

মাছটির বিষয়ে জেনেছেন টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। কোরাল খুবই সুস্বাদু মাছ। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে বলেও দাবি তার।