*সিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগের বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের মূল হোতা সহ ১২ (বার) জন গ্রেফতার

এবং ছিনতাই কাজে ব্যবহ্নত ০৪ টি টিপ ছোরা ও ১৫ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার*
সিএমপি ডিবি (পশ্চিম) এর একটি চৌকশ টিম গত ০১ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ বিশেষ অভিযান ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ও মোবাইল ফোন চোর চক্রের মূল হোতা ০১। মোঃ তুষার (৩০) সহ তার সহযোগী অপরাপর আসামী ০২। মোহাম্মদ আরিফ(২৭) ০৩। মোঃ রিপন প্রকাশ হৃদয় (২৮), ০৪। মোঃ নজরুল আহাম্মদ সাগর (২৫), ০৫। মোঃ আরিফ (২৩), ০৬। আবুদুর রহমান রানা (২৮), ০৭। মোঃ দেলোয়ার মিয়া(৩২), ০৮। মোঃ বাবু (২৫), ০৯। মোঃ রনি (৩০), ১০। মোঃ ওমর ফারুক (২২), ১১। মোঃ নাজিম (২৬), ১২। মোঃ জসীম উদ্দিন (২৪) দের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০৪ টি টিপ ছোড়া ও ১৫ টি চোরাইকৃত মোবাইল উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে সঙ্গবদ্ধভাবে যাত্রীবাহী বাসে উঠে জটলা সৃষ্টি করে জটলার মধ্যে সুযোগ বুঝে টার্গেট ব্যাক্তির মোবাইল ছিনিয়ে নেয় অথবা কৌশলে ফোন নিয়ে নিজেদের গ্রুপের সদস্যদের মধ্যে লুকিয়ে ফেলে। এছাড়াও যে কোন পথচারীকে সুযোগ বুঝে পথরোধ করে মৃত্যুর ভয় দেখিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী ০১। মোঃ তুষার, ০২। মোহাম্মদ আরিফ, ০৩। মোঃ রিপন প্রকাশ হৃদয়, ০৪। নজরুল আহাম্মদ সাগর, ০৫। মোঃ আরিফ, ০৬। আবুদুর রহমান রানা, ০৭। মোঃ বাবু, ০৮। মোঃ ওমর ফারুক প্রকাশ ফারুক হোসেন, ০৯। মোঃ জসিম উদ্দিন দের বিরুদ্ধে সিএমপি সহ দেশের বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি, মাদক, চুরি, ছিনতাই সহ অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে।