চট্টগ্রামে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে গুলি করে পালালো দুর্বৃত্তরা। শুক্রবার রাতে, নগরীর মোহরা এলাকায় হয় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন ইউনুস। এসময়, মোটরসাইকেলে আসা অজ্ঞাত দু’জন তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে, স্থানীয়রা ইউনুসকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিএনপির স্থানীয় রাজনীতির সাথে জড়িত ভুক্তভোগী এই ব্যবসায়ী। পুলিশের ধারণা, পূর্ব-বিরোধের জেরে তাকে হত্যাচেষ্টা হয়েছে। ঘটনার তদন্ত চলছে