হাটহাজারীতে সালিশি বৈঠকে মারধরে প্রাণ গেল এক ব্যক্তির, আটক ২

হাটহাজারীতে সালিশি বৈঠকের সময় মারধরের শিকার হয়ে ফখরুল ইসলাম (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সন্দ্বীপ কলোনির আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফখরুল ইসলাম ওই এলাকার ফয়জুল মাওলার ছেলে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুর আলম (৪২) ও মো. মুসলিম (৪৫) নামের দুইজনকে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই স্কুল থেকে ফেরার পথে জান্নাতুল মায়মুনা রুমি নামের এক স্কুলছাত্রীকে একই এলাকার রিফাত ও তার সহযোগীরা জোরপূর্বক নোয়াখালীর সুবর্ণচরে নিয়ে যায়। পরে সেখানে রিফাত জোর করে মেয়েটিকে বিয়ের রেজিস্টারে স্বাক্ষর করায়। ঘটনায় রুমির পরিবার হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ সুবর্ণচর থানা পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

ঘটনার মীমাংসার জন্য শুক্রবার রাতে উভয় পক্ষ আমতলী এলাকায় এক সালিশে বসেন। সালিশ চলাকালে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির এক পর্যায়ে মেয়ের বাবা ফখরুল ইসলামের ওপর ছেলেপক্ষের লোকজন হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আর এইচ/