ট্টগ্রামের কাজীর দেউড়ির ‘শপিং ব্যাগ’ সুপারশপে বিক্রি হচ্ছিল বিএসটিআই অনুমোদনহীন বিদেশি পণ্য।

ট্টগ্রামের কাজীর দেউড়ির ‘শপিং ব্যাগ’ সুপারশপে বিক্রি হচ্ছিল বিএসটিআই অনুমোদনহীন বিদেশি পণ্য। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের যৌথ অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। এজন্য তাদের ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসরাফিল জাহান এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, সুপারশপে বিদেশ থেকে আমদানি করা পণ্য বিএসটিআইয়ের অনুমোদন ও মান যাচাই ছাড়াই বিক্রি করা হচ্ছিল। এমনকি কিছু পণ্যে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হলেও তার কোনো ছাড়পত্র প্রদর্শন করতে পারেনি প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে সুপারশপে কর্মরত এক কর্মকর্তা জানান, নতুন দোকান হিসেবে উনারা আমাদের কিছু নির্দেশনা দিয়ে গেছেন। আমাদের কিছু পণ্যের ছাড়পত্র দূরে ছিল, তাই দেখাতে পারিনি। ভবিষ্যতে তারা এলে আমরা দেখাব।

বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের ফিল্ড অফিসার জারিন তাসনিম বলেন, যেসব পণ্য বিদেশ থেকে আসে, সেগুলো বিক্রির জন্য বিএসটিআইয়ের ছাড়পত্র প্রয়োজন। এখানে বেশ কিছু পণ্যে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হলেও তারা কোনো ছাড়পত্র দেখাতে পারেনি।