চট্টগ্রাম বিভাগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে এডভোকেট রেজাউল করিম রনিকে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তাঁর এ নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়।
এডভোকেট রেজাউল করিম রনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আইন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই এডভোকেট রেজাউল করিম রনি মেধা, নিষ্ঠা ও নেতৃত্বের গুণে আইন অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। চট্টগ্রাম আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য হিসেবে এডভোকেট রেজাউল করিম রনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত আছেন।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মন্দাকিনী গ্রামে জন্ম নেওয়া এডভোকেট রেজাউল করিম রনির পিতা জাহাঙ্গীর আলম এবং মা ইয়াসমিন আক্তার।
ব্যক্তিগত জীবনে এডভোকেট রেজাউল করিম রনি বিবাহিত। তার স্ত্রী এডভোকেট মারুফা সুলতানা নিজেও একজন সফল আইনজীবী হিসেবে চট্টগ্রামে কর্মরত। তাদের সংসারে রয়েছে দুই পুত্রসন্তান।