চট্টগ্রামে ডেঙ্গুতে আরো দুই জনের মৃত্যু হয়েছে; এ নিয়ে জেলায় চলতি বছর ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হল।
জেলার সিভিল সার্জন কার্যালয় জানায়, মৃতদের মধ্যে একজন হলেন রাঙামাটির বাসিন্দা দুখী চাকমা (৪৯)। ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫ জুলাই তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রোববার গভীর রাতে তিনি মারা যান।
অপরজন হলেন নগরীর কোতোয়ালি থানার নবাব সিরাজুদ্দৌলা সড়কের তাহসিন আজমি (২৮)। তিনি নগরীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে রোববার ভর্তি হয়েছিলেন।
এ বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে যারা মারা গেছেন, তাদের মধ্যে সাতজনেরই মৃত্যু হয়েছে জুন মাসে। আর অগাস্টের প্রথম তিন দিনে তিনজনের মৃত্যু হল।
জেলায় এ বছর মোট ৯৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে মোট ১৯ জন নতুন রোগী।
এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছেন আট জন পুরুষ, তিনজন নারী এবং একজন শিশু।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২০ জন চিকুনগুনিয়ার রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে জুন মাস থেকে এখন পর্যন্ত জেলায় ১২৪২ জন চিকুনগুনিয়ার রোগী শনাক্ত হল।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর একটি দল চলতি মাসে চট্টগ্রাম নগরীর পাঁচটি ওয়ার্ডের ছয়টি এলাকায় জরিপ চালিয়ে সবগুলো এলাকায় এইডিস মশার উচ্চ হারে উপস্থিতির প্রমাণ পেয়েছে, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার উচ্চ মাত্রার সংক্রমণের ঝুঁকি নির্দেশ করে।
এছাড়া চট্টগ্রামে আরেক মশাবাহিত রোগ জিকা ভাইরাসে তিন জনের আক্রান্ত হওয়ার তথ্য এসেছে সম্প্রতি।