চট্টগ্রামের বাঁশখালীতে বাবাকে কুপিয়ে খুন করেছে ছেলে। পরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ওই যুবক মাদকাসক্ত বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ব্যক্তির নাম দুলাল রুদ্র (৫৫)। তিনি পূর্ব চাম্বল গ্রামের বাসিন্দা।
অভিযুক্ত ছেলের নাম তপন রুদ্র (২০)।
স্থানীয় বাসিন্দারা জানান, মাদকাসক্ত তপন টাকার জন্য সবসময় ঘরে অশান্তি করতো। এ নিয়ে তার বাবার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার সন্ধ্যায়ও তপন তার বাবাকে টাকা দেওয়ার জন্য চাপ দেয়। কিন্তু বাবা টাকা না দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তপন ঘরে থাকা দা দিয়ে তার বাবা দুলালকে কুপিয়ে জখম করে।
এসময় দুলালের চিৎকারে পাড়ার লোকজন এগিয়ে আসে। পালানোর সময় তপনকে তারা ধরে ফেলে। প্রতিবেশীরা আহত দুলালকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাতে সেখানে তিনি মারা যান।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশ শেখর হালদার জানান, তপন রুদ্র সেলুনে কাজ করতেন। কিন্তু সেলুনটি বন্ধ হয়ে যাওয়ায় গত ৬-৭ মাস ধরে তিনি বেকার। এর মধ্যে তিনি মাদকাসক্ত হয়ে পড়ে। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন স্থানীয় লোকজন আটক তপনকে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে হাসপাতাল থেকে দুলালের লাশ নিয়ে চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।