আনোয়ারা ফসলি জমির মাঝখানে ‘গোপন মদের আস্তানা

আনোয়ারায় ফসলি জমির মাঝখানে পরিত্যক্ত একটি টিনসেড ঘর— বাইরে থেকে সাদামাটা, কিন্তু ভেতরে চলছে অবৈধ চোলাই মদের কারবার। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১১০ লিটার প্রস্তুত মদ, প্রায় ৫০০ লিটার গাজনকৃত তরল পদার্থ এবং বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বারশত ইউনিয়নের দক্ষিণ বারশত এলাকায় সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে আনোয়ারা থানার একটি চৌকস টিম এই অভিযান চালায়। আটকরা হলেন— দক্ষিণ বারশতের মো. জামাল (৩৫) এবং মো. পারভেজ (২৮)।

পুলিশ জানায়, ওই ঘরে দীর্ঘদিন ধরে গোপনে মদ উৎপাদন ও বিক্রি করে আসছিল জামাল ও পারভেজ। ঘটনাস্থল থেকে মদ তৈরির ড্রাম, পাত্র, বিভিন্ন রাসায়নিক পদার্থসহ বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আটক দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।