লোহাগাড়ায় থানা লুটের অস্ত্র ও ‍গুলিসহ যুবক আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় থানা লুটের পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। এছাড়া অভিযানে মদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) ভোর ৪ টায় সেনাবাহিনীর একটি টিম উপজেলার বড়হাতিয়ায় এ অভিযান চালায়।

আটক যুবকের নাম নিজাম সিকদার (৪০)। তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট হরিদারঘোনা এলাকার আক্তার কামাল সিকদারের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরিদারঘোনা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩টি দেশীয় তৈরি এলজি, ১টি ৯ এমএম পিস্তল, ৪ রাউন্ড এ্যামুনেশন, ৫ রাউন্ড কার্তুজ, ৪টি দেশীয় রামদা, ১৯ পিস ইয়াবা ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকৈ নিজাম সিকদারকে আটক করা হয়। উদ্ধার করা অস্ত্র ও মাদক এবং আসামি নিজামকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রুপক জানান, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, নিজাম সিকদার বড়হাতিয়ার কুখ্যাত সন্ত্রাসী এবং ডাকাত তৌহিদ গ্রুপের সক্রিয় সদস্য। তিনি সন্ত্রাসী গ্রুপটিকে আর্থিক এবং অস্ত্র ও গোলাবারুদ দিয়ে নিয়মিত সহযোগিতা করতেন। দীর্ঘদিন সামরিক গোয়েন্দাদের নজরদারিতে ছিলেন তিনি। রোববার ভোরে সেনাবাহিনীর একটি টিম এসব অস্ত্র ও মাদক উদ্ধার করে এবং নিজামকে আটক করে।

উদ্ধার করা ৯ এমএম পিস্তলটি গতবছরের ৫ আগস্ট লোহাগাড়া থানা থেকে লুট হওয়া বলে জানান তিনি।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মাসুক জানান, অস্ত্র, এ্যামুনেশন, ইয়াবা, মাদক এবং অন্যান্য সরঞ্জামসহ নিজাম সিকদারকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।