চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলি ও এলোপাতাড়ি কোপে বড়হাতিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. রফিক উদ্দিন তার দুই ছেলেসহ আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড) কুমিরাঘোনাস্থ কালাগোদারপুল কালিনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে লোহাগাড়া আর্মি ক্যাম্পের টহল টিম ও লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আহতরা হলেন- মো. রফিক উদ্দিন (৫০), তার ছেলে মো. ফয়সাল (২৬) ও মিশবাহ উদ্দিন মিশাল (২৩)।মো. রফিক উদ্দিন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
পারিবারিক সূত্রে জানা গেছে, রফিক উদ্দিন প্রকাশ রফিক মেম্বার ও তার ছেলে মিশাল মোটরসাইকেলযোগে ঘটনাস্থল বাড়িঘাটা এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তারা মোটরসাইকেল থেকে পড়ে গেলে দুর্বৃত্তরা ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে কোপাতে থাকে। তাদের চিৎকারে আরেক ছেলে ফয়সাল বাড়ি থেকে বের হয়ে বাবা ও ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও লক্ষ্য করে গুলি ছোড়া হয়।এ সময় ফয়সালও গুলিবিদ্ধ হন। স্থানীয় ও পরিবারের লোকজন গুলিবিদ্ধ ইউপি সদস্য রফিক মেম্বার ও তার ছেলেদের আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বড়হাতিয়ার রফিক মেম্বার এবং তার দুই ছেলে গুলিতে আহত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত চলছে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।