রাঙ্গামাটিতে মাদক ও চুরি মামলার সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

রাঙামাটিতে কারাগারে থাকা বীর বাহাদুর (২৯) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়, জানিয়েছেন আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর খান।

জেলার কারাগারের মজিবুর রহমান মজুমদার জানান, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার পাথরঘাটা এলাকার বাসিন্দা বীর বাহাদুর অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বীর বাহাদুর মাদক মামলায় পাঁচ বছর এবং একটি চুরি মামলায় ছয় মাসের সাজা ভোগ করছিলেন।

তিনি আরও জানান, জেলা প্রশাসন ময়নাতদন্তের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চিকিৎসক মো. শওকত আকবর জানিয়েছেন, কারাগার থেকে একজনকে নিয়ে আনা হয়, কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।