চট্টগ্রামে পিন্টু হত্যা মামলায় সাত আসামি রিমান্ডে

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার আলোচিত আবদুল্লাহ আল মনির প্রকাশ পিন্টু হত্যা মামলায় গ্রেপ্তার সাতজন আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন এ রিমান্ডের আদেশ দেন।

 

আসামিদের নাম

মো. দেলোয়ার হোসেন প্রকাশ সেভেন দেলু

 

মো. আলম

 

মো. মহিউদ্দিন প্রকাশ গোলাপ

 

মো. হাসান প্রকাশ কিরিচ হাসান

 

মো. মোবারক হোসেন বাপ্পি

 

মো. শাহীন

 

মো. কামরুল ইসলাম

 

বাদী পক্ষের আইনজীবী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী জানান, তদন্তকারী কর্মকর্তা সাতজন আসামির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেনএর মধ্যে—

দেলোয়ার হোসেন প্রকাশ সেভেন দেলুর ৩ দিন,

 

মো. আলম, মো. হাসান প্রকাশ কিরিচ হাসান ও মো. মহিউদ্দিন প্রকাশ গোলাপের ২ দিন,

 

মো. মোবারক হোসেন বাপ্পি, মো. শাহীন ও মো. কামরুল ইসলামের ১ দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে।

 

আদালত সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট রাতে চট্টগ্রামের হিলভিউ এলাকায় পূর্বশত্রুতার জেরে আবদুল্লাহ আল মনির প্রকাশ পিন্টুকে চার-পাঁচজন দুর্বৃত্ত ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় নিহতের স্ত্রী বায়েজিদ থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪–৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন আবদুল্লাহ আল মনির প্রকাশ পিন্টুর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তিনি শ্বশুরবাড়ি হিলভিউ বার্মা কলোনিতে বসবাস করতেন। পাঁচলাইশ হামজারবাগ এলাকায় একটি থাই দোকানে মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

 

গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেন প্রকাশ সেভেন দেলুর সঙ্গে মনিরের এলাকায় আধিপত্য বিস্তার ও কাজের বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল।

 

এর জের ধরে ৩০ আগস্ট রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয় মনিরকে।

রিপোর্টার বেলাল হোসেন চট্টগ্রামের কন্ঠ।