ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নে পুকুরে মাছ দেখার সময় মোটরের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা মোহাম্মদ সানা উল্লাহ নামের এক মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হারুয়ালছড়ি ইউপির ১নং ওয়ার্ডস্থ বড়বিল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিক্ষক একই এলাকার মাওলানা মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে।

নিহতের স্বজন তারেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- সকালে সে পুকুরে মাছ দেখার সময় মোটরের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। সানা উল্লাহ একটি মাদ্রাসায় শিক্ষকতা করতো। তার মৃত্যুতে পরিবারের বিশাল ক্ষতি হয়ে গেল।