মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সুর্য গিরি আশ্রম শাখার মহিলা কমিটির উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ

সূর্যগিরি আশ্রম শাখার মহিলা কমিটির উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

মানব মুক্তির কাণ্ডারী রাহবারে আলম মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বাবাজানের প্রতিষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির অন্যতম শাখা সূর্যগিরি আশ্রম শাখা মহিলা কমিটির উদ্যোগে মহিলা সমাবেশ সূর্যগিরি আশ্রম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক কাশ্মেরী দাশের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহিলা কমিটির সভাপতি অর্চ্চনা রাণী আচার্য। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উম্মুল আশেকীন মা মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার হেড মাওলানা আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আবুল কালাম।

 

প্রধান অতিথি তার বক্তব্যে দরবারে গাউসে মাইজভাণ্ডারীর অন্যতম মহানপুরুষ চেরাগে মাইজভাণ্ডারী বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বাবাজানের জীবনাদর্শ ও মমতাময়ী মাতা, যিনি অসংখ্য নারীদের আশা পূরণের ভরসাস্থল, যার মমতা জড়ানো কথার মাধ্যমে চঞ্চল হৃদয় শান্ত হয়ে যায়, যার সান্নিধ্যে গেলে নিজেদের আবদার মেটানোর কথা বলা যায় সেই মমতাময়ী, স্নেহপ্রদায়িনী বিশ্ব জননী মুনায়ারা বেগম (র.)’র জীবনী ও কর্ম নিয়ে এবং এই দুই মহান ব্যাক্তিত্ত্বের মহান বংশধর ১ম কন্যা মরহুমা সৈয়দা জেবুন্নেসা বেগমের কর্মজ্ঞান, প্রজ্ঞা, দায়িত্বশীলতা নিয়ে আলোচনা করেন। আগামীতে আপনাদের অংশগ্রহণে আরো অনেক মানবতা মূলক, সমাজের নেতৃত্ব প্রদানকারী কর্মযজ্ঞের সূচনা করতে পারবো। আমরা যেন সম্মিলিতভাবে দরবারে পাকের খেদমত করতে পারি। মানবসেবা মূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করতে পারি। নারীরাই পারে সৃষ্টির সৌন্দর্যকে বাড়িয়ে দিতে। সকলের একাত্মতা, সহনশীলতা, আলোচনা, মমতায় গড়ে তোলা যায় সুন্দর সমাজ। তাই সমাজের সৌন্দর্য বিকাশে আমাদের এক হয়ে কাজ করে যেতে হবে। মমতাময়ী মাতা মুনাওয়ারা বেগম (রা.) আমাদের সেই শিক্ষা প্রদান করেছেন।

 

উক্ত মহতী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপনা আচার্য, জয়া গুহ, লুনা বিশ্বাস, মৌসুমী চৌধুরী, বিষ্ণা শীল, সোমা শীল, রিদ্রিকা চৌধুরী, অগ্নিলা শর্মা, নিলু আকতার, তৃষিতা দেবী, রিম্পি দে, রূপনা রাণী আচার্য, নবান্ন ভট্টাচার্য, রিকিউ ভট্টাচার্য, সুইটি আচার্য, শম্পা দত্ত, রুবি সিংহ, কৌশিকী চৌধুরী, সমৃদ্ধি চৌধুরী, রাত্রি চৌধুরী, মিতু সিংহ, ঋতু সিংহ, সীমা দাশ, লীলা ভট্টাচার্য, কৃষ্ণা ভট্টাচার্য, পূর্ণিমা দাশ, অদিতি দাশ, পূর্ণিমা পাল, বৃষ্টি শীল, পুষ্পা শীল, ঐশী শীল, রূপনা বৈদ্য, সাথী দাশ, জুঁই রায়, ইমা দাশ, ঐশ্বিকা দাশ, ঋদ্ধিমা দাশ, তিলোত্তমা রাণী শীল, রুম্পা পাল, সানু পাল, আবু বড়ুয়া, রূপা আচার্য, সুজা আচার্য, অনজু আচার্য, ইন্দ্রা ভট্টাচার্য, সৈয়দা, আশা, আনু, নার্গিস, মালতী প্রমূখ।