চাকসু নির্বাচন: এক অনুষদে ৪ ঘণ্টায় ভোট পড়ল ৪৪ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে সমাজবিজ্ঞান অনুষদ কেন্দ্রে চার ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ৪৪ শতাংশ।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ওই কেন্দ্রে ২ হাজার ৮৬৯টি ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৬ হাজার ৬১৮টি।

কেন্দ্রটিতে চারটি হলভুক্ত শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। হলগুলো হল- বেগম খালেদা জিয়া হল, বেগম ফয়জুন্নেছা হল, শামসুন্নাহার ও অতীশ দীপঙ্কর হল।

ভোটের হার নিয়ে সন্তুষ্ট সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটোয়ারি।

তিনি বলেন, চার ঘণ্টায় ৪৪ শতাংশ ভোট পড়েছে মানে ভোট পড়ার হার ভালো। আরও চার ঘণ্টা সময় আছে। আশা করছি প্রত্যাশার চেয়েও বেশি ভোটগ্রহণ হবে।