সাংবাদিকের হৃদয় স্পন্দন বুঝতেন প্রয়াত সাংবাদিক আলতাফ হোসেন: স্মরণসভায় বক্তারা

শামসুল আলম রানা চট্টগ্রাম

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কলামিস্ট ও বিশিষ্ট সাংবাদিক সংগঠক আলতাফ হোসেনের ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির উদ্যোগে আয়োজিত সভা মাহফিলের সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি লায়ন এম এম ইউসুফ। আয়োজিত আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ, বিভাগীয় কমিটির সভাপতি মাসুদ আলম সাগর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য কেফায়েত উল্লাহ, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম রানা, সহ-সভাপতি নুরুল আবছার তৌহিদ, অব: মেজর মোঃ রফিক উদ্দিন। উপস্থিত ছিলেন রাজধানী টেলিভিশন এর বিশেষ প্রতিনিধি ও জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক রুমেন চৌধুরী, সাংবাদিক হাসমত আলী, মোশাররফ হোসেন মাসুদ, মোঃ গিয়াস উদ্দিন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মওলানা মোহাম্মদ মিজানুর হায়দার।
বক্তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার সারা বাঙলাতেই ১৬ হাজারের বেশি সদস্য রয়েছেন। আজ এই শক্তিশালী সাংবাদিক সংগঠনের অবদান যার, তিনি হলেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধেয় প্রয়াত আলতাফ হোসেন। যিনি একাধারে নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা পালন করতেন এবং সাংবাদিকের হৃদয় স্পন্দন বুঝতেন। নির্যাতিত, নিপীড়নের শিকার সাংবাদিকদের পাশে থেকে তিনি জাতীয় সাংবাদিক সংস্থা তিলে তিলে গড়ে তুলেছেন। আজকে এই সংগঠনের ঐক্যবদ্ধ সাংবাদিকদের একত্রিত করার পেছনে আলতাফ হোসেনের ঋণ কখনো শোধ করার নয়। এ সময় সাংবাদিক বক্তারা সবাই সংগঠনের নিয়মনীতি মেনে সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।