নয়দিনেও খোঁজ মেলেনি ডাকাত দলের

নগরীর খুলশীতে দিনে-দুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দামি গাড়ি ও স্বর্ণালংকার ডাকাতির ঘটনার নয়দিন পার হলেও ডাকাতের খোঁজ পায়নি পুলিশ। প্রায় সোয়া দুই ঘণ্টা ধরে সিনেমা স্টাইলে তারা দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটায়।

গত ১০ অক্টোবর বেলা সোয়া ১২ টায় মাই টিভির সাংবাদিক পরিচয় দিয়ে এক নারীসহ ১০ জনের একদল ডাকাত ৪৫ লাখ টাকা দামের একটি প্রাইভেটকার, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। খুলশীর জাকির হোসেন রোডের উইং সোয়ার বিটিআই ভবনে এ ডাকাতি সংগঠিত হয়। স্বর্ণালংকার কিংবা নগদ টাকা ডাকাতির করতে শোনা যায়। ডাকাতদল প্রইভেটকার নিয়ে যায় তা তেমন একটা শোনা যায় না। এ ঘটনায় পরদিন ১১ অক্টোবর খুলশী থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়। মামলায় ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আমিনা আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

ডাকাতির শিকার ৭৮ বছর বয়সী আমিনা আহমেদ জানান, তার ছেলে ও মেয়ে দেশের বাইরে থাকে। বিটিআই ভবনের চার তলায় কাজের মেয়ে শিল্পি, কেয়ারটেকার ইউনুছকে নিয়ে বসবাস করেন। গত ১০ অক্টোবর বেলা সোয়া ১২ টায় এক নারীসহ ১০ ব্যক্তি বাসার নিরাপত্তা প্রহরী সেলিমকে ভয়ভীতি দেখিয়ে নিজেদের মাইটিভির সাংবাদিক পরিচয় দিয়ে ভবনের ভেতর প্রবেশ করে। ভেতরে প্রবেশের সাথে সাথে ভবনের নিরাপত্তা প্রহরী সেলিমকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদলের চার সদস্য সিকিউরিটি গার্ডরুমে অবস্থান নেয়। বাকী ছয়জন বাসার কেয়ারটেকার ইউনুছকে সাথে নিয়ে বাসায় প্রবেশ করে। তারা প্রথমে বাসার সবার মুঠোফোন কেড়ে নেয়। নিজেদের মাইটিভির সাংবাদিক পরিচয় দিয়ে বাসায় অবৈধ টাকা ও স্বর্ণালংকার থাকার কথা জানায়। তারা পুরো ঘর তল্লাশি করার কথা বলে।

আমিনা আহমেদ জানান, তল্লাশি করার কাগজ আছে কিনা জানতে চাইলে ডাকাতদলের সাথে থাকা মহিলা সদস্য ৭৮ বয়সী আমিনাকে চড় মারে। তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে আলমিরা থেকে চার জোড়া স্বর্ণের কানের দুল, দুটি স্বর্ণের লকেট, একটি স্বর্ণের চেইন ও এক লাখ টাকা নিয়ে নেয়। পরে বাসার নিচে পার্কিংয়ে থাকা টয়োটা করোলা ক্রস ব্রান্ডের ৪৫ লাখ টাকা দামের একটি প্রাইভেট কার নিয়ে যায়। লুট করা স্বর্ণের বাজারমুল্য প্রায় চার লাখ টাকা। বেলা সোয়া ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সোয়া দুই ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা সংগঠিত হয়। আমিনা জানান, গাড়িটি কয়দিন আগে কেনা হয়েছে। রেজিস্ট্রেশন নম্বরও নেয়া হয়নি। ডাকাতদলের সদস্যদের একজনের মুখে দাঁড়ি ছিল। দুইজনের কাধে ফুড পান্ডার ব্যাগ ছিল। একজনের হাতে মাইটিভির লোগো সম্বলিত একটি বুম ছিল। ডাকাতদলের সাথে থাকা মেয়েটির পরনে জিন্স প্যান্ট, টি শার্ট, কুটি ও মাথায় ক্যাপ ছিল। ডাকাতদল চলে যাবার পর ৯৯৯ এ ফোন দিলে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘরের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও সংরক্ষণ করেছে।

খুলশী থানার ওসি শাহিনুর আলম জানান, বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর না থাকায় খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে। আশা করছি আমরা ডাকাতদলের খোঁজ পেয়ে যাবো।