চান্দগাঁওয়ে রূপচাঁদার আদলে নকল সয়াবিন তেল বোতলজাত, লাখ টাকা জরিমানা

চান্দগাঁওয়ে রূপচাঁদার আদলে নকল বোতলজাত সয়াবিন তেলের কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। রবিবার (২৬ অক্টোবর) চান্দগাঁও থানাধীন হামিদচরের নতুন মসজিদ এলাকার রুবেল স্টোরে এই অভিযান চালানো হয়।

র‌্যাব ৭ এর সহকারী পরিচালক ( মিডিয়া ) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, অভিযানে রুবেল স্টোরে অভিযান পরিচালনা করে অবৈধ ও অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার করে ‘চাঁদনী’ নাম দিয়ে ভেজাল সয়াবিন তেল বিক্রির অপরাধে মো. রুবেলকে (৪২) নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৪৯ পিস ১ লিটার তেলের বোতল, ১ হাজার পিস খালি বোতল এবং ৪ হাজার পিস লেবেলিং স্টিকার জব্দ করা হয়।