হাটহাজারীতে চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাটহাজারীতে চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাটহাজারীতে চোলাই মদসহ গ্রেপ্তার ২

 হাটহাজারী সংবাদদাতা

 ৩০ অক্টোবর, ২০২৫ | ৫:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে দেশীয় তৈরি ৬০০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো-খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বড়ডলু ডিপি পাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে মো.বাদশা (৪০) ও কই জেলার মানিকছড়ি উপজেলার টিনটহরী ইউপির বড়ডলু (গুতাইছড়ি) এলাকার আব্দুল হকের ছেলে আনোয়ার হোসেন (৩১)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামিয়াহাট এলাকার মজলিশের দীঘির পাড়স্থ চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পূর্ব পার্শ্বে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের হেফাজত হতে ৬’শ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয় ও একটি পুরাতন পিকআপ ভ্যান জব্দ করা হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মনজুর কাদের ভুঁইয়া অভিযানের সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়