জিলানী মটরস নামে একটি গ্যারেজে চোরাই গাড়ির সন্ধানে চাঞ্চল্য:

রিপোর্টার বেলাল হোসেন চট্টগ্রাম

আকবরশাহ থানায় বিআরটিসির অনুমোদন ছাড়াই গাড়ি কেটে ফেলার অভিযোগ

চট্টগ্রাম, আকবরশাহ থানা: পাক্কা রাস্তার মাথার আকবরশাহ থানাধীন আলীহাট রোডের একটি গ্যারেজে চোরাই গাড়ির সন্ধান পাওয়া গিয়েছে। গ্যারেজটির মালিক সালাউদ্দিন ইউসুফ রাসেল, এবং ম্যানেজার হিসেবে রয়েছেন জাবেদ।

সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দৈনিক চট্টগ্রামের কন্ঠ-এর প্রতিনিধিরা দেখতে পান, দুটি (২) রোবট গাড়িকে টুকরো টুকরো করে কেটে ফেলা হচ্ছে। গাড়িগুলো কেন এভাবে কাটা হচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কারণ জানতে চাইলে ম্যানেজার জাবেদ গড়িমসি শুরু করেন। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে গ্যারেজে কর্মরত অনেকে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

দৈনিক চট্টগ্রামের কন্ঠ-এর প্রতিনিধিরা ম্যানেজার জাবেদের সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু তিনি কোনোভাবেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

গুরুত্বপূর্ণ বিষয় হলো:

গাড়িগুলোর কোনো ডকুমেন্ট বা বৈধ কাগজপত্র নেই।

গাড়ির মালিক যেন জানতে না পারে, সে জন্য গোপনে এই কাজ করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

বিআরটিসি (BRTC)-এর কোনো অনুমোদন ছাড়াই গাড়িগুলো কেটে টুকরো টুকরো করে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা হচ্ছিল।

এই বেআইনি কাজ কেন করা হচ্ছে, এ বিষয়ে ম্যানেজার জাবেদ সাহেবের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।