সাতকানিয়ার ইয়াবা সম্রাট ওরফে আইয়ুব ডাকাত র‌্যাবের জালে আটক। সাতকানিয়া।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের চান্দরপাড়া এলাকার মৃত সবদর মিঞার ছেলে,আইয়ুব আলী প্রকাশ ডাকাত আইয়ুব ইয়াবা সহ গ্রেফতার হয়েছে বলে জানা গেছে।বুধবার (২৯অক্টোবর) রাজধানী ঢাকায় র‌্যাব ১ এর অভিযানে বিভিন্ন মামলার আসামি ইয়াবা সহ,ডাকাত আইয়ুব কে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি আইয়ুব আলী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের চাঁদের পাড়া গ্রামের সবদর মিয়ার পুত্র।মাদক সম্রাট আইয়ুব আলাীর এলাকা সাতকানিয়া ধর্মপুরে গিয়ে জানা যায়,২০২৪ সালে ৫ আগস্ট পর আধিপত্য বিস্তার করে,লোকজন নিয়ে কোমল মতি শিশুরা লেখাপড়া করে,ধর্মপুর কিন্ডারগার্ডেন স্কুল নিজের দাবি করে, ভাংচুর করে গুঁড়িয়ে দিয়ে স্কুলের জায়গা সে দখল করে।

এছাড়াও প্রবাসী বাবুর জায়গা ঘর বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন প্রবাসী বাবু তিনি বলেন,ডাকাত আইয়ুব বিভিন্ন অপকর্মের সাথে জড়িত,তিনি বারবার ইয়াবাসহ গ্রেফতার হওয়ার পরও চারদিন না হতেই কোর্ট থেকে জামিন নিয়ে নিয়ে চলে আসে।

মাদকসম্রাট আইয়ুব আলীর বিরুদ্ধে যে কেউ মুখ খুলতে রাজি নয়, তবে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকজনে বলেছেন সে দাপট দেখিয়ে তার এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। এলাকার মধ্যে তার বিশাল ৪০-৫০ জনের একটা গ্যাং আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে আইয়ুবালীর বিরুদ্ধে মাদক এবং পর্নোগ্রাফি একাধিক মামলা থাকলেও সে আটক হওয়ার পর এক সপ্তার বেশি জেলে থাকতে হয় না তার।বেশ কয়েকবার গ্রেফতার হলেও জামিনে বের হয়ে,আবারো মাদক ব্যবসায় জড়াই পড়ে এই আইয়ুব আলী,স্থানীয় সচেতন মহল জানিয়েছেন,এসব মাদক কারবারিকে, যথাযথ আইনের আওতায় আনতে না পারলে,এলাকার যুব সমাজ মাদক থেকে রক্ষা পাবে না,এবং দেশের যুবসমাজকে রক্ষা করার জন্য,তাদের আইনের আওতা এনে যুব সমাজ রক্ষা করা জরুরি।

মামলার এজাহার সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১ এর একটি টিম ঢাকা উত্তরা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২টি নিয়মিত মামলা রুজু করা হয়।
এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে ।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,আবু মাহমুদ কাওসার
আসামীর কথা স্বীকার করে বলেন,তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে,আইনানুগ প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।