মোবাইলে ভিডিও করার সময় ট্রেন থেকে কালুরঘাট সেতুতে পড়ে একজন আহত

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেন থেকে পড়ে একব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস থেকে পড়ে তিনি আহত হয়েছেন।
তবে তাৎক্ষণিক ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায় নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি ট্রেন থেকে মোবাইলে ভিডিও করতে গিয়ে সেতুতে পড়ে যান। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।