দুদকের মামলার পর আরএনবি চিফ আশাবুলের দায়িত্ব বদল

দুদকের মামলার পর আরএনবি চিফ আশাবুলের দায়িত্ব বদল

রেলওয়ের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা বাহিনী (আরএনবি) চিফ কমান্ডেন্ট আশাবুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে পূর্বাঞ্চল থেকে প্রত্যাহার করে পশ্চিমাঞ্চলের চিফ কমান্ডেন্ট হিসেবে পুনরায় পদায়ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার বদলি করা হলে মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। বদলির আদেশে সই করেছের উপ-পরিচালক জান্নাতুল ফেরদৌস জিসা।

একই আদেশে পূর্বাঞ্চলের নতুন চিফ কমান্ডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জহিরুল ইসলাম।

রেলওয়ে সূত্র বলছে, আশাবুল ইসলাম পূর্বাঞ্চলে দায়িত্বে থাকাকালে একটি ‘অঘোষিত প্রভাববলয়’ তৈরি করেছিলেন। পদাধিকার ও রাজনৈতিক যোগাযোগ কাজে লাগিয়ে আরএনবির একটি অংশকে সঙ্গে নিয়ে রেলওয়ের জমি ও স্থাপনা ঘিরে চাঁদাবাজির একটি নেটওয়ার্ক গড়ে ওঠে। সংশ্লিষ্টদের দাবি, এসব অবৈধ কর্মকাণ্ড থেকে নিয়মিত মাসোহারা নেওয়া হতো; নির্ধারিত ‘হার’ বা ২০ শতাংশ না দিলে সংশ্লিষ্ট স্টেশন ও ইউনিটে বদলির চাপ দেওয়া হতো।

একাধিক কর্মকর্তা জানান, বদলি-বাণিজ্য এতটাই প্রকাশ্য হয়ে ওঠে যে ইনস্পেক্টর, হাবিলদার থেকে সিপাহি-বিভিন্ন পর্যায়ের সদস্যদের বদলির ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের অর্থ লেনদেনই পরোক্ষভাবে নিয়মে পরিণত হয়। ফলে বদলি ঠেকাতে বা পছন্দের জায়গায় যেতে অনেক সদস্যই চাঁদা সংগ্রহে জড়িয়ে পড়েন।

আশাবুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে মামলা করেছে। নিয়োগ, পদোন্নতি, পোস্টিংসহ আরএনবির বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ আগেও একাধিকবার সংবাদমাধ্যমে এসেছে।

পূর্বাঞ্চলের কয়েকজন কর্মকর্তার ভাষ্য, বদলি-বাণিজ্য, প্রভাব খাটানো ও আর্থিক অনিয়মের কারণে সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন স্টেশন ও ইউনিটে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা বেড়েছে। অভিযোগ রয়েছে, প্রশাসনিক সিনিয়রিটি উপেক্ষা করে কম অভিজ্ঞ বা সুবিধাভোগী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পোস্টিং দেওয়া হতো, যার পেছনে প্রভাব ও অর্থ দুটোরই ভূমিকা ছিল।