
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন উল্লেখ করে এতে বাংলাদেশ সরকারের আপত্তির বিষয় তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।
তিনি বলেছেন, আদালতের মাধ্যমে শেখ হাসিনা সাজা পেয়েছেন। আমাদের পাশের দেশে বসে এখানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন, এতে আমরা আপত্তি করবো কিংবা তাকে ফেরত পাঠাতে সহায়তা চাইব, এটা খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু তারা (ভারত) সেদিকে যায়নি।
দুই পক্ষ থেকেই সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ‘আমার মনে হচ্ছে, আমরা দুপক্ষ মিলেই হয়তো অতটা এগোতে পারিনি—টানাপোড়েনটা রয়েই গেছে। ইদানীং কিছু কিছু বিষয়ে আমাদের আপত্তি আছে, তাদেরও নিজস্ব অবস্থান আছে।’
তিনি বলেন, ‘ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না চায়, তাহলে আমরা সেটা থামাতে পারবো না। আমরা চাই, শেখ হাসিনাকে ভারত থামাক। যাতে তার উসকানিমূলক বক্তব্য আমাদের নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করতে না পারে। তারা এটা করলে সেটাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে নেব।’