স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় দুই পরীক্ষার্থী বহিস্কার

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় দুই পরীক্ষার্থী বহিস্কার

স্বাস্থ্য অধিদপ্তরের ১১ ও ২০ গ্রেডের জনবল নিয়োগের প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে শাস্তিমূলকভাবে বহিস্কার এবং সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরের আটটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা যায়, পরীক্ষায় মোট আবেদন করেন ১৮ হাজার ৪০৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১২ হাজার ৭৬২ জন। বহিস্কৃত দুই পরীক্ষার্থীর একজন সরকারি সিটি কলেজ কেন্দ্র এবং অপরজন পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, শান্তিপূর্ণভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে অসদুপায় অবলম্বনের দায়ে দুইজন পরীক্ষার্থীকে শাস্তিমূলক বহিস্কার ও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অতি দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করে নিয়োগের পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিভাগীয় কমিশনার কার্যালয়, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন, পাবলিক সার্ভিস কমিশনের প্রতিনিধি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা শিক্ষা বিভাগ, জেলা আনসারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।