‘বাংলাদেশ যতদিন থাকবে, ইতিহাসের সঙ্গে মিশে থাকবেন বেগম জিয়াও’

‘বাংলাদেশ যতদিন থাকবে, ইতিহাসের সঙ্গে মিশে থাকবেন বেগম জিয়াও’

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে যশোরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। খবরটি শোনার পর মঙ্গলবার সকাল থেকেই জেলা বিএনপির নেতাকর্মীরা যশোর শহরের লালদীঘি পাড়াস্থ জেলা কার্যালয়ে জড়ো হতে শুরু করেন। অনেকের চোখ ছিল অশ্রুসিক্ত। প্রবীণ বহু নেতাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে যশোর জেলা বিএনপিও সাত দিনের শোক কর্মসূচি পালন শুরু করেছে। মঙ্গলবার সকাল ৯টায় জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। একই সঙ্গে দলীয় কার্যালয়ে শুরু হয় কোরআনখানি। আগামী কয়েক দিন জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কালো ব্যাজ ধারণ, কোরআন খতম এবং বিশেষ দোয়া কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন দলটির নেতৃবৃন্দ।

এদিকে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে, এই দেশের ইতিহাসের সঙ্গে মিশে থাকবেন বেগম খালেদা জিয়া।’

দলের কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ করে বিএনপিকে সংগঠিত করার লক্ষ্যে বেগম খালেদা জিয়া একাধিকবার যশোর সফর করেছিলেন। সে সময়ের স্মৃতিচারণ করে নার্গিস বেগম বলেন, ‘বেগম জিয়া ছিলেন গণমুখী চরিত্রের মানুষ। তিনি মানুষকে ভালোবাসতেন, সম্মান ও মর্যাদা দিতেন। সে কারণেই নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর কখনও দূরত্ব তৈরি হয়নি।’

তিনি বলেন, ‘বেগম জিয়া কঠিন সময়ে দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে তা যথাযথভাবে পালন করেছেন। লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে তিনি সাফল্যের চূড়ায় পৌঁছেছিলেন।