সাতকানিয়াতে খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠানিত হয়,,

সাতকানিয়াতে খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠানিত হয়,,

মোঃখোরশেদ আলম সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

দেশনেত্রী বেগম খালেদা জিয়া গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠানিত হয় সাতকানিয়া কেরানীহাটে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল মঙ্গলবার ভোর ছয়টার সময় এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ সম্প্রচারিত হওয়ার পর থেকে সারা দেশে শোকের ছায়া নেমে আসে

আজ বুধবার (৩১ ডিসেম্বর ২৫) জোহরের নামাজের পর মানিক মিয়া এভিনিওতে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা যায় জানাজার নামাজের শেষে শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়া রহমানের সমাধির পাশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হবে বলে জানা যায়,

এর সূত্র ধরে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠানিত হয় সাতকানিয়া কেরানীহাটে গোল চত্বর মোড়ে গায়েবানা জানাজার নামাজের অনুষ্ঠানিত হয়, সাতকানিয়ার বিভিন্ন রাজনীতিক অঙ্গনের নেতা কর্মীসহ সর্বদলীয় আফমর জনতা গায়েবানা নামাজে অংশগ্রহণ করে এর মধ্যে দিয়ে বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অশ্রিক্ত দোয়া কামনা করে জানাযার নামাজে ইমামতি করেন সাতকানিয়া মডেল মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান নামাজ শেষে দোয়ায়ে মোনাজাত অনুষ্ঠিত হয়।