চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর ৪২ ভরি স্বর্ণ ছিনতাই

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর ৪২ ভরি স্বর্ণ ছিনতাই

 নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণ ব্যবসায়ীর কারিগরদের কাছ থেকে আনুমানিক ৪২ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেছেন।

রবিবার (৪ জানুয়ারি) পাঁচলাইশ থানাধীন হামজারবাগ লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যবসায়ী পূর্বকোণকে বলেন, গতকাল বাসা থেকে তার কারিগররা কারখানায় আসছিলেন। পথে ছিনতাইকারীরা তাদের পথরোধ করে। ছিনতাইকারীর দলে প্রায় আট দশ জন সদস্য ছিল। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। সেই অস্ত্র দিয়ে আমার কর্মচারীদের জিম্মি করে তাদের কাছে থাকা ৪২ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ছিনতাইকারীদের মধ্যে একজনকে আমার কারিগরদের চিনতে পেরেছে। তাদের একজনের নাম সুমন। যে বিগত চার পাঁচ বছর আগেও আমার ভাইয়ের কাছ থেকে স্বর্ণ ডাকাতি করেছিল। তার পেশায় হলো স্বর্ণ ডাকাতি করা।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে মাঠে কাজ করছে পুলিশ।