কর্ণফুলী থানা ও ডিবি পুলিশের নাম ভাঙিয়ে সাবেক কনেস্টবল মিজানের চাঁদাবাজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলী থানা ও ডিবি পুলিশের নাম ভাঙিয়ে প্রতিমাসে বিভিন্ন গাড়ি স্ক্র্যাপের দোকান, তেলের দোকান থেকে তিন লাখ টাকা চাঁদা আদায় করছে পুলিশের সাবেক কনেস্টবল মিজান প্রকাশ পুলিশ মিজান ও তার শ্যালক জুবায়ের। জানা যায়, কলেজ বাজার থেকে নতুন ব্রীজের টুল প্লাজা পর্যন্ত এ চাঁদাবাজি চলছে। টেকনাফ ও বান্দরবান থেকে আসা গাছের গাড়ি, ফার্ণিচারের গাড়ি, ঝাড়ুর গাড়ি থেকে ৩০০ থেকে ৫০০ টাকা আদায় করছে।
এছাড়া ডিবি পুলিশের নামে কর্ণফুলী থানাধীন বদলপুর, ডায়মন্ড, বাংলাবাজার, ব্রীজঘাট থেকে স্ক্র্যাপের দোকান, তেলের দোকান ৩০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত আদায় করছে। এ সবগুলো নিয়ন্ত্রণ করছে ক্যাশিয়ার মেসবাহ। দীর্ঘদিন ধরে এ চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে গাড়ি চালকরা। এদিকে চাঁদাবাজির ফলে পুলিশ মিজানের শ্যালক জুবায়েরকে জনতা আটক করে ব্যাপক মারধর করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।