
অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে নামছেন। দলের মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেটে পৌঁছে তারেক রহমান প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর তিনি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, ২১ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরদিন, ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম।
উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।