
অনলাইন ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৬ | ৭:৫৯ অপরাহ্ণ
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুলকে আটক করা হয়েছে বলে করেছে পরিবার । সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশের একটি দল সাদা পোশাকে তাকে হেফাজতে নেয় । তবে এ বিষয়ে সিএমপির পক্ষ থেকে এখনো কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।
এ বিষয়ে সাইফুলের ভাই ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধা মো. শাহীন অভিযোগ করে বলেন, চিকিৎসার উদ্দেশ্যে তার ভাই ঢাকায় গিয়েছিলেন। সেখানে ডিবির সদস্য পরিচয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কিছু লোক তাকে তুলে নিয়ে যায়। বিষয়টি জানার পর তারা চট্টগ্রাম পুলিশের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও কেউই আটকের বিষয়টি স্বীকার করেননি।