লোহাগাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
লোহাগাড়া প্রতিনিধি ফুলকি দাস
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ রিফাত নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের বিবরণ
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌকস দল উপজেলার চরম্বা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে। অভিযানে ওই যুবকের হেফাজত থেকে বেশ কিছু দেশীয় তৈরি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতের পরিচয়
গ্রেপ্তারকৃত যুবকের নাম রিফাত। সে লোহাগাড়ার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। তবে তার সাথে অন্য কোনো অপরাধী চক্রের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।
উদ্ধারকৃত সরঞ্জাম
সেনাবাহিনী সূত্র জানায়, অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে:
বিপুল পরিমাণ দেশীয় তৈরি রামদা ও ছারা।
অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।
দেশীয় আগ্নেয়াস্ত্র
পরবর্তী ব্যবস্থা
গ্রেপ্তারকৃত যুবক এবং উদ্ধারকৃত অস্ত্রসমূহ লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।