দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সন্ধ্যা নামতেই তাপমাত্রা কমে বাড়ছে শীতের তীব্রতা। আবার সকাল হলে ঝলমলে রোদে তাপমাত্রাও বাড়ছে। তবে রোদ থাকলেও হিমেল বাতাসে শীত অনুভূত হচ্ছে বেশি। আজ মঙ্গলবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
এ ছাড়া ৬ থেকে ৮ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায়।
গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় জেলার তেঁতুলিয়ায়। এর আগে গত রবিবার সেখানে ছিল ১০.৫ এবং শনিবার ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস।
জানা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে আসে। দিনে ঠিক উল্টো চিত্র।প্রচণ্ড রোদ। তাপমাত্রা উঠে যায় ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এদিকে দরিদ্র শীতার্তদের জন্য এবার এক লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
ঝলমলে রোদে হিম বাতাস, শীতে কাঁপছে পঞ্চগড়
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সন্ধ্যা নামতেই তাপমাত্রা কমে বাড়ছে শীতের তীব্রতা। আবার সকাল হলে ঝলমলে রোদে তাপমাত্রাও বাড়ছে। তবে রোদ থাকলেও হিমেল বাতাসে শীত অনুভূত হচ্ছে বেশি। আজ মঙ্গলবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
এ ছাড়া ৬ থেকে ৮ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায়।
গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় জেলার তেঁতুলিয়ায়। এর আগে গত রবিবার সেখানে ছিল ১০.৫ এবং শনিবার ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস।
হাটহাজারী-ফটিকছড়ি ও পটিয়া আসন চায় হেফাজত
চট্টগ্রামের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যই হতে পারে সবচেয়ে বড় শক্তি
চট্টগ্রামের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যই হতে পারে সবচেয়ে বড় শক্তি
চট্টগ্রামে অনুষ্ঠিত হল ‘কথালাপ ও সঙ্গীত সন্ধ্যা’
চট্টগ্রামে যুবদলের গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৮
মেরিন একাডেমি পরিদর্শন করলেন এশিয়া এক্সপ্রেস ফিডার্সের ব্যবস্থাপনা পরিচালক