অজর অমর অক্ষয়: বোধনের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

news Image

অজর অমর অক্ষয়: বোধনের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রামের আবৃত্তি সংগঠন বোধনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং চার দশকে পদার্পণ উপলক্ষে আয়োজিত হয়েছে নান্দনিক অনুষ্ঠান “অজর অমর অক্ষয়”। শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৫টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও স্মৃতিচারণার মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়। বোধনের সভাপতি এডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাভেদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যজন শিশির দত্ত, শিক্ষাবিদ লিলি বড়ুয়া, নাট্য নির্দেশক অলক ঘোষ পিন্টু এবং বোধনের প্রতিষ্ঠাতা এডভোকেট বিশ্বজিৎ দাশ ভুলুসহ আরও অনেকে। উদীচী