
চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে অত্যাধুনিক ইকুইপমেন্টে সমৃদ্ধ করা হয়েছে। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (এলসিআইএফ)-এর ভিশন গ্রান্টের আওতায় এই হাসপাতালে চারটি অত্যাধুনিক মেডিকেল ইকুইপমেন্ট স্থাপন করা হয়েছে। এর ফলে শহর ও গ্রামাঞ্চলের দরিদ্র ও মধ্যবিত্ত রোগীদের আন্তর্জাতিক মানের চক্ষু চিকিৎসাসেবা সহজলভ্য হবে। নতুন এই মেশিনগুলোর মাধ্যমে ছানি, গ্লুুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথিসহ নানাবিধ জটিল চক্ষু রোগের আধুনিক চিকিৎসা সেবা প্রদানে সহায়ক হবে।
এলসিআইএফ–এর বিশেষ অনুদানে প্রাপ্ত সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে অ্যালকন লিজিয়ন ফ্যাকো মেশিন, অপথ্যালমিক অপারেটিং মাইক্রোস্কোপ উইথ মোটরাইজড জুম সিস্টেম, ফান্ডাস ক্যামেরা উইথ ফ্লুরোসেইন অ্যাঞ্জিওগ্রাফি এবং হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইজার। এই সংযোজনের মাধ্যমে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার গুণগত মান বহুলাংশে বৃদ্ধি পেয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল দেশে চক্ষু সেবা প্রদানকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সম্প্রতি হাসপাতালটির অপারেশন থিয়েটারের সংখ্যা ছয়টিতে উন্নীত হয়েছে। আরো একটি অপারেশন থিয়েটার স্থাপনের কাজ চলছে। এছাড়া, হাসপাতালে একটি পোস্ট–গ্র্যাজুয়েট এডুকেশন প্রোগ্রাম চালু হয়েছে। হাসপাতালের কার্যক্রম সম্প্রসারণ এবং আধুনিক চিকিৎসাসেবার প্রয়োজনে বিশ্বমানের যন্ত্রপাতি অপরিহার্য হয়ে উঠে।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫–বি ৪ (বাংলাদেশ)-এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী ও সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, মাল্টিপল জেলা ৩১৫–এর কাউন্সিল চেয়ারপার্সন লায়ন ফারহানা বক্স, মাল্টিপল জেলা সাইট ফাস্ট চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জু ও আইডি এনডোরসি লায়ন নাজমুল হকের সহযোগিতায় হাসপাতালটি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কাছে এসব মেশিনগুলো কেনার জন্য একটি প্রকল্প উপস্থাপন করে। প্রকল্প প্রস্তাবনা প্রস্তুতে বিভিন্ন গুরুত্বপূর্ণ লায়ন ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ রক্ষা করেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু এবং টেকনিক্যাল সংক্রান্ত কাজে সার্বিক সহযোগিতা করেন চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের একাডেমিক ডিরেক্টর লায়ন অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী। প্রস্তাবনার যৌক্তিকতা, হাসপাতালের সম্প্রসারণ পরিকল্পনা, টেকসই পরিচালনা কৌশল এবং স্থানীয় জনগণের উপর ইতিবাচক প্রভাব পর্যালোচনা করে এলসিআইএফ গ্রান্টটি অনুমোদন করে। এই ভিশন গ্রান্টের অর্থায়নে সম্প্রতি লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের জন্য এসব মেশিনগুলো কেনা হয়।
চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সভায় গঠিত প্রকল্প কমিটিতে ভিশন গ্রান্ট ভিআইএস প্রকল্পের সার্বিক অনুমোদন, বাস্তবায়ন ও তত্ত্বাবধানে ছিলেন চেয়ারপার্সন পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী, কো–চেয়ারপার্সন লায়ন কোহিনূর কামাল। এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন পিডিজি লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন রফিক আহমেদ, পিডিজি লায়ন কামরুন মালেক, লায়ন ডা. দেবাশীষ দত্ত, লায়ন এস জোহা চৌধুরী এবং লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫–বি ৪, বাংলাদেশ–এর সদ্য প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী বলেন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মহৎ অনুদান ও আমাদের স্থানীয় লায়ন্স সদস্যদের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে অত্যাধুনিক চারটি মেশিন সংযোজিত হয়েছে। এটি আমাদের প্রতিষ্ঠানের চিকিৎসা সেবার গুণগত মানকে একটি আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করবে। এই যন্ত্রপাতি শহর ও গ্রামাঞ্চলের অসংখ্য দরিদ্র ও মধ্যবিত্ত রোগীকে বিশ্বমানের চক্ষু চিকিৎসাসেবা বিনামূল্যে বা স্বল্পমূল্যে পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরও যোগ করেন, এই প্রকল্পের সফল বাস্তবায়ন শুধুমাত্র একটি হাসপাতালের যন্ত্রপাতির সংযোজন নয়, বরং এটি চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকার লাখো মানুষের দৃষ্টিসেবা প্রাপ্তির আশার আলোকবর্তিকা। এলসিআইএফ–এর এই মহৎ অনুদান এবং আমাদের স্থানীয় লায়ন্স সদস্যদের নিরলস প্রচেষ্টা অন্ধত্ব প্রতিরোধ ও চক্ষুসেবা প্রসারের এই ঐতিহাসিক যাত্রাকে তরান্বিত করবে।
অত্যাধুনিক মেশিন স্থাপনের মাধ্যমে লায়ন্স চক্ষু হাসপাতাল এখন চট্টগ্রাম অঞ্চলে চক্ষু চিকিৎসাসেবার একটি প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি এলসিআইএফ–এর বিশ্বব্যাপী দৃষ্টিহীনতা প্রতিরোধ অভিযান এবং ‘ভিশন ফর অল’ লক্ষ্য বাস্তবায়নেরও একটি উল্লেখযোগ্য মাইলফলক। স্থানীয় সম্প্রদায়ের জন্য উন্নততর চক্ষুসেবা নিশ্চিত করার এই উদ্যোগটি লায়ন্স আন্দোলনের ‘সেবাই শ্রেষ্ঠ ধর্ম’ এই নীতিরই একটি জীবন্ত প্রতিফলন বলেও লায়ন নাসিরউদ্দিন চৌধুরী মন্তব্য করেছেন।