মধ্যপ্রাচ্যের দেশ কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত দশটার দিকে স্থানীয় সাহানীয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। তার নাম মো. রায়হান (২০)। সে উপজেলার বেতাগী ইউনিয়নের ৩নং ওয়ার্ড উত্তরপাড়া এলাকার নুর মোহাম্মদ নুরুর ছেলে। কাতারের হোমসালাল মোহাম্মদ নামক জায়গায় থাকতো সে।
নিহত রায়হানের প্রতিবেশী মাহমুদুল আলম জানান, সে তার নিজের গাড়িতে করে ফুড ডেলিভারি দিতো। সোমবার রাতে ফুড ডেলিভারি দেয়ার সময় তার গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে গাড়ি থেকে ছিটকে পড়ে যান। পরে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে কাতারের হামেদ হসপিটাল মর্গে রয়েছে।