গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে রাঙ্গুনিয়ায় বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত
জলবায়ু সংকটে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে বৃক্ষ রোপণ গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
জাতীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং সাধারণ মানুষকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খেজুর, ঔষধী ও সৌন্দর্য বর্ধনে ফুলের চারা রোপণ ও বিতরণ কর্মসূচী আজ ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় রাঙ্গুনিয়া উপজেলা সদর, পৌরসভার সামনে ও ইছাখালী অশোকারাম বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পৌর সদর কেন্দ্রীয় ইছাখালী অশোকারাম বিহারের মহাপরিচালক ভদন্ত সুমঙ্গল থের। উদ্বোধক ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এস.এম. লেয়াকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ১৪নং বাগোয়ান ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মোহাম্মদ জেবর মুল্লুক, পটিয়া উপজেলা মহিলা দলের সভাপতি ও তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা কেন্দ্র পটিয়ার আহ্বায়ক সাজেদা ইয়াসমিন রেখা।
প্রধান অতিথির বক্তব্যে ভদন্ত সুমঙ্গল থেরো বলেন, বৃক্ষ রোপণের মতো গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলা করতে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ এখন জলবায়ু সংকটের মধ্যে, তাই যতবেশি সম্ভব আমাদের সকলকে বৃক্ষ রোপণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তা হলে আগামী প্রজন্ম চরমভাবে জলবায়ু সংকটের মুখে পরবে।
বক্তারা আরও বলেন, চট্টগ্রামে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স যে দায়িত্ব পালন করে আসছে, তা প্রশংসার দাবিদার। এরকম সামাজিক আন্দোলনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলা করা সম্ভব হবে। সবুজে সবুজে চট্টগ্রামকে সাজানোর উদ্যোগ নিশ্চিত করতে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমন্বয়ক আকতার হোসেন নিজামী, মো : মাসুদ রানা, এইচ এম শামীম, কদমতলী ধর্মাঙ্কুর বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপংকর মহাথের, শিলক মনিহার বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনশ্রী থের, রাঙ্গুনিয়া উপজেলা পৌরসভা কেন্দ্রীয় ইছাখালী অশোকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনরক্ষিত থের, পাট্টালিকুল আনন্দরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দজ্যোতি ভিক্ষু, কদমতলী ধর্মাঙ্কুর বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শাসনরক্ষিত ভিক্ষু, রাঙ্গুনিয়া উপজেলা পৌরসভা কেন্দ্রীয় ইছাখালী অশোকারাম বিহারের আবাসিক ভদন্ত সংঘরত্ন ভিক্ষু প্রমূখ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলা সদর, পৌরসভার সামনে ও ইছাখালী অশোকারাম বিহার প্রাঙ্গনে ৩০০ খেজুর, ঔষধী সহ বিভিন্ন সৌন্দর্য বর্ধনের ফুলের চারা রোপণ করা হয় এবং স্হানীয় জনসাধারণের মাঝে ৩০০ চারা বিতরণ করা হয়।