বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব চ্যালেঞ্জকে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে হবে। দেশের বিরুদ্ধে পরিচালিত সব ষড়যন্ত্র মোকাবিলা করে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মুক্ত করতে হবে। সাধারণ জনগণকে সাথে নিয়ে দায়িত্বশীলদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে নগরীর বিআইএ মিলনায়তনে উপজেলা, থানা ও পৌরসভার নবনির্বাচিত আমিরদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় শপথগ্রহণ অনুষ্ঠানে জেলার নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা নুরুল হোসাইন ও কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।