চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে গত সোমবার (৩ নভেম্বর) বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।
ওই দিন বিকেল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর