
নিজস্ব প্রতিবেদক
দ্বৈত নাগরিত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর একেএম ফজলুল হকের বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পাওয়া যায়নি আপিল শুনানিতেও।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল শুনানিতে ফজলুল হকের প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন নামঞ্জুর হয়। এখন প্রার্থিতা পেতে আদালতে যাওয়ার পরিকল্পনা করেছেন ফজলুল।
সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে দিনের শুনানি চলছে।
শুনানি শেষে একেএম ফজলুল হক অভিযোগ করে বলেন, আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের মধ্যে কাগজপত্র সাবমিট না করেও মনোনয়নপত্র বৈধকরেছে। রিটার্নিং অফিসারের মত নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এ সময় তিনি আইনজীবীর সঙ্গে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও জানান।