
স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য সাফায়েত রায়হান শিহাব বলেন, তিন দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিউটিফুল আনোয়ারা নামে একটি পেজে অজ্ঞাত বৃদ্ধকে নিয়ে পোস্ট দেওয়া হয়। বিষয়টি বৃহস্পতিবার আমাদের নজরে আসলে আমরা খোঁজখবর নিয়ে শুক্রবার সকালে তাকে বটতলী বাজার এলাকা থেকে উদ্ধার করি। এরপর আনোয়ারা উপজেলার ইউএনও তাহমিনা আক্তার ও থানার ওসি জুনায়েত চৌধুরীর সহায়তা থানায় জিডি করা হয়। তিনি বলেন, তাকে পরিস্কার পরিচ্ছন্ন করার পর বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করা হয়। তিনি নিজের নাম জাহাঙ্গীর বললেও বিস্তারিত ঠিকানা বলতে পারছেন না। আশা করছি চিকিৎসা ও যত্ন পেলে তিনি সুস্থ হয়ে উঠবেন।
সত্তোরের বেশি বয়স্ক অজ্ঞাত বৃদ্ধকে বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের ম্যানেজার সাঈদুল ইসলাম তৈয়বকে হস্তান্তর করা হয়। এসময় স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামাল হোসেন, সাফায়েত রায়হান শিহাব, আনোয়ারা শাখার সাধারণ সম্পাদক আজিজ খান, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান জুয়েল, অর্থ সম্পাদক মো. হানিফ উপস্থিত ছিলেন।