মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, জামায়াতের সমাবেশে হামলার অভিযোগে ২০ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, গত শুক্রবার (২৯ নভেম্বর) মিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুলের মাঠে সমাবেশ করছিল জামায়াত। এ সময় যুবদল নেতা কামরুলের নেতৃত্বে একটি টিম গিয়ে সমাবেশে হামলা করে। এতে অন্তত ১০ জন আহত হন।
জামায়াতের সমাবেশে হামলা : যুবদল নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জামায়াতের সমাবেশে হামলার অভিযোগে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানসহ (৩৭) ২০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
মিরসরাই থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে মিরসরাই পৌরসভা জামায়াতের আমির শিহাব উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন—শাহরিয়ার (১৯), রিয়াজ (২৭), তারেক (২৪), মাসুম (২২), মনা (২২), নিনর (৪২), জাহেদ (২৬), আলাউদ্দিন (৩০), সাদ্দাম (২২), শাকিব (২৩), নাহিদ (৩০), আরমান (২৮), রাকিব (২৪), বাবু (৩০), শরীফ (২২), শাহ আলম (৪৫), বাবুল (২৭), পাভেল (২০) ও হাসান (২৪)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, জামায়াতের সমাবেশে হামলার অভিযোগে ২০ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, গত শুক্রবার (২৯ নভেম্বর) মিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুলের মাঠে সমাবেশ করছিল জামায়াত। এ সময় যুবদল নেতা কামরুলের নেতৃত্বে একটি টিম গিয়ে সমাবেশে হামলা করে। এতে অন্তত ১০ জন আহত হন।
পতেঙ্গায় সাড়ে ৪ কোটি টাকার ইয়াবাসহ একজন গ্রেপ্তার
ভারতে বসে হাসিনার অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় আমাদের আপত্তি আছে: পররাষ্ট্র উপদেষ্টা
সিআইপি হলেন চট্টগ্রামের ৩৩ প্রবাসী
ভারতীয় হাইকমিশনমুখী মিছিল বাড্ডায় আটকে দিল পুলিশ
চট্টগ্রাম আদালতের বারান্দায় ঢলে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু
আমাকে বিদায় দিতে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান