ডাকসু নির্বাচনে দুটি বিষয় কাজ করেছে: মির্জা আব্বাস

জিয়াউর রহমান দেশকে স্বাধীন করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘শহীদ জিয়া দেশকে স্বাধীন করেছিলেন। মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে তিনি দেশকে স্বাধীন করেছিলেন। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। আমি বিশ্বাস করি, একমাত্র বিএনপির হাতেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ।’

কারাবরণের স্মৃতিচারণা করে মির্জা আব্বাস বলেন, ‘প্রিয় ভাইয়েরা বহুদিন জেল খেটেছি। আমার সঙ্গে নিজামী, মুজাহিদ, ডা. তাহের সাহেবসহ যাদের ফাঁসি হয়েছে তারা ছিলেন। আমি একদিন নিজামী সাহেবকে প্রশ্ন করেছিলাম। উনার প্রতি সম্মান রেখে বলছি, উনি খুব জ্ঞানী ছিলেন। আপনারা কেন নির্বাচনে গেলেন? নিজেরাও গেলেন, আমাদেরও নিয়ে গেলেন। উনি নীরব থাকলেন। কিছুই বললেন না। দুর্ভাগ্য, ওই নির্বাচন উনাদের ফাঁসির দিকে নিয়ে গেল। তাদের এত নেতার ফাঁসি হলো। তার পরও আওয়ামী লীগের সঙ্গে তাদের পিরিত ছোটে না।’