ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ করবে মালয়েশিয়া সরকার

মালয়েশিয়ায় ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ চালু হতে যাচ্ছে। মূলত দেশটির প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর জন্য পাইলট প্রকল্প শুরু করতে চলেছে মালয়েশিয়ান কমিউনিকেশন্স অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)।

রোববার এমসিএমসি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, মালয়েশিয়ান রিসার্চ অ্যাক্সিলারেটর ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এবং স্থানীয় ড্রোন প্রযুক্তি প্রদানকারীদের সঙ্গে অংশীদারত্বে এ প্রকল্প পরিচালিত হবে।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, এ উদ্যোগটি গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য ক্লিনিক থেকে নির্বাচিত জাতীয় তথ্য প্রচার কেন্দ্র (নাদি) পর্যন্ত ওষুধ সরবরাহের কার্যকারিতা প্রদর্শনের জন্য একটি পাইলট প্রকল্প। এছাড়াও এর লক্ষ্য হলো দ্বীপপুঞ্জ, প্রত্যন্ত গ্রাম এবং সঠিক রাস্তা অবকাঠামোবিহীন স্থানসহ দুর্গম এলাকায় থাকা সম্প্রদায়ের জন্য ওষুধের অ্যাক্সেস দ্রুততার সঙ্গে নিশ্চিত করা।

পাইলট প্রকল্পের প্রথম ধাপটি বছরের চতুর্থ প্রান্তিকে দুটি নাদি কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত করে পরিচালিত হবে এবং ২০২৬ সালে ১৫০ এবং পরের বছর ৩৯২টিতে সম্প্রসারিত করা হবে।

৪৫ রুটে ঢুকে ইয়াবা, টেকনাফে সর্বনিম্ন দাম, ঢাকায় সর্বোচ্চ সীমান্তে মিয়ানমারের ১৫০ কারখানা । চট্টগ্রামই পাচারের মূল রুট । ধরা পড়া পাচারকারীর ৮০ শতাংশ বাহক । মাদক প্রতিরোধে টাস্কফোর্স, ‘অ্যাকশন বেড়েছে বহু গুণ’