পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় সানজিদ রেজা (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনার পর রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পটিয়া হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে পটিয়া বাইপাস পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সানজিদকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সানজিদ রেজা পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের প্রবাসী সেলিম রেজার ছেলে। তিনি চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পরিদর্শক জসিম উদ্দিন আরও বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।