পুলিশের তাড়া খেয়ে পুকুরে ঝাপ দিল কক্সবাজারের ইউপি সদস্য

কক্সবাজারে পুলিশের তাড়া খেকে পুকুরে ঝাপ দিয়েও শেষ রক্ষা করো না এক ইউপি সদস্যের।

ওই ইউপি সদস্যের নাম আবু বক্কর সিদ্দিক বাবুল। তিনি কক্সবাজার সদরের খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় তেতৈয়া এলাকার মৃত আমির হামজার পুত্র। আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানিয়েছেন, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বাবুল একটি নারী ও শিশু নির্যাতন মামলার গ্রেফতারি পরোয়াভুক্ত পলাতক আসামি ছিলেন।

তিনি এলাকায় অবস্থান করার খবর পেয়ে সদর মডেল একদল পুলিশ তাকে গ্রেফতারের অভিযানে যায়। অভিযানে পুলিশের সামনে পড়ে গেলে তেতৈয়া এলাকায় অবস্থিত একটি বড় পুকুরে ঝাপ দেন আবু বক্কর সিদ্দিক বাবুল। পরে পুকুরের অপর প্রান্ত উঠে যাওয়ার সময় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশের দল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুকুরে ঝাপ দিয়ে অপর প্রান্তে উঠার চেষ্টা করেন ইউপি সদস্য আবু বকর সিদ্দিক বাবুল। ওই প্রান্তেও পুলিশ তাকে ধরতে গেলে তিনি পুলিশকে চিৎকার করে এবং শপথ করে বলতে থাকেন, দুদিন আগে তার মা মারা গেছে, আগামীকাল মঙ্গলবার তার মায়ের মৃত্যু উপলক্ষে মেজবানের আয়োজন করা হয়েছে। তাই তাকে গ্রেফতার না করার জন্য হাতজোড় করে আকুতি জানান তিনি। তবে পুলিশ তার অনুরোধ রক্ষা না করে তাকে ধরে হ্যান্ডকাফ পরিয়ে দেন!

গ্রেফতারের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বাবুলকে থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ ইলিয়াস খান।

৪৫ রুটে ঢুকে ইয়াবা, টেকনাফে সর্বনিম্ন দাম, ঢাকায় সর্বোচ্চ সীমান্তে মিয়ানমারের ১৫০ কারখানা । চট্টগ্রামই পাচারের মূল রুট । ধরা পড়া পাচারকারীর ৮০ শতাংশ বাহক । মাদক প্রতিরোধে টাস্কফোর্স, ‘অ্যাকশন বেড়েছে বহু গুণ’