প্রতারণার অভিযোগে নগরীর অলংকার মোড়স্থ হেভেন সিটি সেন্টারের ‘সানসিটি রেস্তোরার’ মালিক কবির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বন্দর থানা পুলিশের একটি দল হেভেন সিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
কবির আহমেদ নগরীর বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহরের মৃত সালেহ আহমেদের পুত্র ।
বন্দর থানা পুলিশ বলেছে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।